ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ১৩ দিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তাবাসসুম। সে ওই এলাকার আমান উল্লাহর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে তাবাসসুম রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে পরের দিন ভূজপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর থেকেই শিশুটিকে খুঁজে বের করার জন্য চলছিল অভিযান। অবশেষে ১৩ দিন পর শুক্রবার সকালে পাশের বাড়ির একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুমের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শিশুটির চাচা মোহাম্মদ রাসেল এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমার ভাই বিএনপির রাজনীতি করে। তাকে বিভিন্ন সময় মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ একরামও একই অভিযোগ করে বলেন, “শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।”
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরওয়ার জানান, “খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”