শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

| প্রকাশিতঃ ২৩ জুন ২০১৬ | ১০:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ ইকবাল (৪০) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সীতাকুন্ড উপজেলার টেরিয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ ইকবাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পোস্টঅফিস এলাকার জাফর আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ বলেন, ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মুরগি বহনকারী পিকআপ ভ্যানের চালক ইকবাল গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে বুধবার রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।