বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ফিরিঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা

প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৪ | ৮:৩১ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা শাখা।

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আমির ও চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোসাইন, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা সভাপতি হামিদুল ইসলাম, থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউস, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আমির কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ওয়াসি উদ্দিন আনসারী, জামায়াত নেতা মোহাম্মদ হানিফ, মাঈনুদ্দিন খন্দকার, কাজী শাহেদ আলী, শফিক আহমদ, সৈয়দ আহমদ সওদাগর প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭শে নভেম্বর ভোররাতে ফিরিঙ্গি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।