চট্টগ্রাম : “সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে নিজেকে এগিয়ে রাখতে হলে চারপাশে কী ঘটছে প্রতিনিয়ত তার খবরাখবর রাখতে হবে। কোথায় কী ঘটছে বা কে কী বলছেন তা জানতে হবে। জানার পরিধি বৃদ্ধি করতে হবে। সময়ের সাথে সাথে নিজেকে আপ টু ডেট রাখতে হবে,” -মন্তব্য করেছেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী।
শনিবার সকালে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমের অফিসিয়াল কার্যক্রম দেখার জন্য পূর্বকোণ সেন্টারে সফরে এলে এক মতবিনিময় সভায় ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সাংবাদিকতার শিক্ষার্থী বা শিক্ষানবিশ সাংবাদিককে সবার আগে বাংলা ভাষা শুদ্ধভাবে রপ্ত করতে হবে। এখন অত্যাধুনিক যুগ, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। এখন হাতের নাগালে প্রযুক্তি। হাত বাড়ালে সহজেই তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীদের পড়তে হবে, জানতে হবে। সাংবাদিকতার শিক্ষার্থীদের অবশ্যই আধুনিক চিন্তার অধিকারী হতে হবে।”
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক কোর্সের অংশ হিসেবে প্রথম থেকে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা গণমাধ্যমের অফিস পরিদর্শনে আসেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের নির্বাহী পরিচালক জাসির চৌধুরী, দৈনিক পূর্বকোণের সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, প্রধান প্রতিবেদক সাইফুল আলম, স্টাফ রিপোর্টার সারোয়ার আহমদ, ফটোসাংবাদিক মিয়া আলতাফ ও জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মোজাম্মেল জিলানী।
অন্যদিকে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রভাষক সরওয়ার কামাল, মুহাম্মদ নাঈম উদ্দিন ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্বকোণ প্রতিষ্ঠাতা চট্টল দরদী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর জীবনী ও চট্টগ্রামের নানা উন্নয়নে তার অবদান বিষয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি পূর্বকোণের নানা কার্যক্রম ও অর্জন সম্পর্কেও একটি তথ্যচিত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীরা পূর্বকোণের বার্তা বিভাগ, সম্পাদকীয় বিভাগ, অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ, স্টুডিও এবং ছাপাখানা পরিদর্শন করেন। এ সময় তারা পৃষ্ঠাসজ্জা ও সংবাদপত্র মুদ্রণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন। এ সময় পত্রিকার সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, প্রধান প্রতিবেদক সাইফুল আলম ও স্টাফ রিপোর্টার সারোয়ার আহমদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নানা বিষয় বুঝিয়ে দেন।
“সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখা ও কাজের সুযোগ প্রদানের জন্য দৈনিক পূর্বকোণ কর্তৃপক্ষ সবসময় সহযোগিতায় থাকবে,” প্রতিশ্রুতি দেন পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী।
শিক্ষার্থীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় দৈনিক পূর্বকোণ পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী।