চট্টগ্রাম: তথ্যপ্রযুক্তিভিত্তিক ইপিজেড গড়ে তোলার ক্ষেত্রে চট্টগ্রাম পরিবেশগত দিক থেকে উপযুক্ত স্থান বলে মন্তব্য করেছেন সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনালস’র সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালসের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আইটি মেলার উদ্বোধনী দিনে তিনি এ কথা বলেন। শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনালস’র সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ বলেন, তথ্যপ্রযুক্তি (আইটি) নিয়ে ঢাকায় নিয়মিত বিভিন্ন ধরনের সভা-সেমিনার ও প্রশিক্ষণ হলেও বাণিজ্য নগরী চট্টগ্রামে সেই সুযোগ নেই। কারণ বিশ্বের নামকরা টেক জায়ান্টদের প্রধান কার্যালয় ঢাকায়। তবে ঢাকা এখন অনেকটাই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে পরিবেশগত দিক থেকে টেকনোলজি হাব হিসেবে গড়ে তোলার উপযুক্ত স্থান চট্টগ্রাম।
তিনি বলেন, সরকার চাইলে এখানে আইটি বেইজড ইপিজেড গড়ে তুলতে পারে। এতে বিশ্বের নামকরা আইটি প্রতিষ্ঠানগুলো তাদের প্রধান কার্যালয় সরিয়ে আনতে আগ্রহী হবে। এখন প্রয়োজন কেবল আইটি খাতে চট্টগ্রামকে ফোকাস করা। সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের আইটি ব্যবহারের সুবিধা সম্পর্কে অবহিত করা।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, তথ্যপ্রযুক্তি (আইটি) এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে পরিণত হয়ে গেছে। মানুষের মৌলিক প্রয়োজনীয় জিনিসেও যেন এটি ঢুকে গেছে। চট্টগ্রামে আইটি হাব হবে। এর অংশ হিসেবে এই আইটি মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, আইটি মেলা চট্টগ্রামের জন্য যুগপোযোগী উদ্যোগ। দেশের রাজস্ব আয়ের বড় একটা অংশ চট্টগ্রাম থেকে যায়। তাই সরকার চট্টগ্রামকে অধিক গুরুত্ব দিচ্ছে। এখন ঘরে বসে ই-কমার্সের মাধ্যমে সারাবিশ্বের সঙ্গে ব্যবসা করা যাচ্ছে। বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম শেঠ, জাপানের অনারারি কনসাল নুরুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এমএ মোতালেব, অহিদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।
