চট্টগ্রাম: চট্টগ্রামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার দায়ে দুই আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় ঘোষণা করেন।
দন্ডিত দুই আসামি হলেন- সুজিত চৌধুরী ও জয়দীপ দত্ত। জামিন পাওয়ার পর আসামিরা পলাতক রয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় রাষ্ট্রপক্ষে অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট রাত তিনটার দিকে বোয়ালখালীর কানুনগোপাড়ার লক্ষণ দীঘিরপাড়ে শিব মন্দিরের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন খাতুনগঞ্জের চা পাতা জগদীশ চন্দ্র সিংহ। এসময় আগে থেকে অবস্থান নিয়ে আসামিরা জগদীশকে গুলি করে খুন করে।
পরে তদন্তে পুলিশ জানতে পারে, দুই আসামি প্রায়ই শিব মন্দিরটিতে নেশা করতো। এভাবে মন্দিরের পবিত্রতা নষ্ট করায় এর প্রতিবাদ করেছিলেন জগদীশ। এতে ক্ষুব্ধ হয়ে জগদীশকে গুলি করে হত্যা করে আসামিরা।
এ ঘটনার পরদিন বোয়ালখালী থানায় জগদীশের স্ত্রী মঞ্জুশ্রী সিংহ বাদি হয়ে মামলা করেন। ১৯৯৭ সালের ১২ জানুয়ারি অভিযোগপত্র দেয়া হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।
