আল্লু অর্জুন গ্রেফতার! ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায়


হায়দ্রাবাদ : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দ্রাবাদ পুলিশ। গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে অভিনেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুন উপস্থিত হলে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে প্রেক্ষাগৃহের মূল গেট ভেঙে পড়ে। এতে পদপিষ্ট হয়ে রেবতী নামে এক নারীর মৃত্যু হয় এবং তার ৮ বছরের ছেলে শ্রীতেজ গুরুতর আহত হয়।

অভিযোগ উঠেছে, অভিনেতার টিম অথবা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ পুলিশকে পর্যাপ্ত তথ্য না দেওয়ায় প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি।

হায়দ্রাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কাদপল্লী থানায় মামলা করে পুলিশ।

পুলিশের দাবি, আল্লু অর্জুনের টিম প্রিমিয়ারের সময় ও স্থান সম্পর্কে পুলিশকে আগে থেকে জানায়নি। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও পুলিশকে কিছু জানায়নি। ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আচমকা সন্ধ্যা থিয়েটারে পৌঁছে যান আল্লু অর্জুন। অভিনেতাকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ।