প্রান্তিক খামারিদের বিক্ষোভ: ১ জানুয়ারি থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা


ঢাকা: প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

রোববার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশের প্রান্তিক পোল্ট্রি খামারে ডিম-মুরগি উৎপাদন বন্ধ রাখা হবে।

বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, “প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষায় আমরা বারবার সরকারের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। উল্টো কর্পোরেট সিন্ডিকেটকে সহযোগিতা করছে সরকার।”

তিনি আরও বলেন, “কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে ছোট খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা সরকারের কাছে কিছু দাবি জানিয়েছি। আশা করি সরকার তা দ্রুত বাস্তবায়ন করবে।”

বিপিএ’র দাবিগুলো হলো:

* কর্পোরেট কোম্পানিগুলোকে শুধুমাত্র ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ রাখা।

* বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করা।

* ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট বন্ধ করা।

* প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা।

* ক্ষুদ্র খামারিদের ঋণ ও ভর্তুকি প্রদান।

* ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা প্রদান।

* প্রান্তিক খামারিদের জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করা।

* সরকারি নীতিমালা তৈরি করে কর্পোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা।

* চুক্তিভিত্তিক ফার্মিং বন্ধ করা।

* প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।

বিপিএ সভাপতি জানান, এই দাবিগুলো পূরণ না হলে দেশের সব জেলা ও উপজেলায় প্রান্তিক খামার বন্ধের কর্মসূচি ঘোষণা করা হবে।