গণহত্যার তদন্ত প্রতিবেদনের জন্য আরো দুইমাস সময়


একুশে ডেস্ক : জুলাই-অগাস্ট মাসের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে আরো দুইমাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

আগামী ১৮ই ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত।

সেই সাথে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও আদালত জানতে চেয়েছে।

মঙ্গলবার সকালে ওই মামলায় আমির হোসেন আমু, আনিসুল হক, শাজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ সাবেক মন্ত্রী, আমলা, কর্মকর্তাকে ১৬ জনকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলা তদন্ত প্রতিবেদনের জন্য আরো দুইমাস সময় চান প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।

‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল।