নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে বুধবার


হাটহাজারী প্রতিনিধি : নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর অধীনে ২০২৪ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল আগামী ২৫ ডিসেম্বর, বুধবার প্রকাশ করা হবে। এই ফলাফল অনলাইন এবং অফলাইনে একযোগে প্রকাশ করা হবে।

ফলাফল প্রকাশের মূল কার্যক্রম হাটহাজারী পৌরসভার রেলস্টেশন রোডস্থ বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল সাতটা থেকে এই কার্যক্রম শুরু হবে।

পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট nooraniboardctg.com এ লগইন করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফল জানতে পারবে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী, মহাসচিব আল্লামা মুফতী জসিমুদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মুফতী মুহাম্মদ আলী এবং সাংগঠনিক সচিব আল্লামা জমিরুদ্দীন সহ বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এই পরীক্ষা গত ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল। ১০ হাজার ১৯৭টি মাদরাসার সর্বমোট ৭ লাখ ২৭ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ৩ হাজার ৫৭ টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।