
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত এবং শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় মতবিনিময় সভা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের উদ্যোগে সাতকানিয়া কেরানীহাটের সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও সংগঠক জোবাইরুল হাসান আরিফ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সিফাত হোছাইন, দেলোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ ইউনুস, অধ্যাপক মাসুদ হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পুরনো ধাঁচের রাজনৈতিক বন্দোবস্ত উপড়ে ফেলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠন জাতীয় নাগরিক কমিটির এই তিন মূলনীতি নিয়েও আলোচনা করেন তাঁরা।
