চট্টগ্রাম : হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য মো. সোহেল (৪৩)কে গ্রেফতার করেছে র্যাব-৭। র্যাব-এর একটি বিশেষ টিম সোমবার সকালে অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গী উস্কানিমূলক লিফলেটসহ উদ্ধার করা হয়।
র্যাব-৭ মিডিয়া অফিসারের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করা হয়েছে।
গত ১৬ মে ২০১২ কিশোরগঞ্জের তারাইল থানায় গ্রেফতার হওয়া সোহেলের নামে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে র্যাব-৭ এর মিডিয়া সেল জানিয়েছে।
