প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, চালক গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভটকার জব্দসহ চালককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় এই অভিযান চলে।

গ্রেফতার মামুন সরদার (৩২) রাজবাড়ি জেলার বড় লক্ষ্মীপুর এলাকার বাবর আলী সরদারের ছেলে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করে। গাড়ি চালক মামুন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।