কাচিন ও চিন রাজ্যে জান্তা বাহিনীর পলায়ন, রাখাইনেও নিয়ন্ত্রণ হারাচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কাচিন রাজ্যের বিভিন্ন রণক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে জান্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্টস আর্মি (কেআইএ) এই দাবি করেছে।

কেআইএ-এর মুখপাত্র কর্নেল নও বুউ বলেন, “জান্তা বাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার মানসি থেকে পালিয়েছে। আমরা শহরটি দখলের জন্য লড়াই করছি।”

তিনি জানান, জান্তা বাহিনী মানসি রক্ষার জন্য বারবার বিমান হামলা, গোলাবর্ষণ এবং ড্রোন হামলা চালাচ্ছে।

এর আগে, গত ৪ ডিসেম্বর কেআইএ এবং তার মিত্ররা মানসি ও ভামোতে একযোগে হামলা চালায়। এই হামলার ফলে বিপুল পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়।

চিন রাজ্যের ৮০ শতাংশের বেশি এলাকা এখন বিদ্রোহী গোষ্ঠীদের হাতে।

স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড জানিয়েছে, গত সপ্তাহে জান্তা বাহিনীকে মিন্দাত ও কানপেতলেত টাউনশিপ থেকে তাড়িয়ে দেওয়ার পর চিন রাজ্যের ৮০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও মাং বলেন, “দক্ষিণ চিন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছে।”

রাখাইনেও বিদ্রোহীদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না জান্তা বাহিনী।

গত ২১ ডিসেম্বর মিয়ানমারের জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টার দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

এর আগে জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক সামরিক কমান্ড সদর দপ্তরের নিয়ন্ত্রণও নেয় আরাকান আর্মি।