
ঢাকা: সদ্য সমাপ্ত ২০২৪ সালে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২ হাজার ৬৮৯ কোটি ডলার (২৬ দশমিক ৮৯ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটিই এক বছরের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রবাসী আয় তার আগের বছরের (২০২৩ সালের) চেয়ে প্রায় ৫০০ কোটি ডলার বা ২০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার।
এছাড়াও ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রবাসীরা ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন যা একক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২০ সালের জুলাই মাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
খাত সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম উপাদান। রপ্তানি আয় ও বিদেশি ঋণের তুলনায় রেমিট্যান্স ডলার জোগানের একমাত্র দায়বিহীন উৎস।
গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রবাসী আয় বৃদ্ধি পেতে থাকে। এর ফলে ২০২৪ সালে রেকর্ড পরিমান প্রবাসী আয় আসে।
প্রবাসী আয়ের প্রবাহের ফলে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার মোট মজুত বা রিজার্ভ বেড়ে ২ হাজার ৬১০ কোটি ডলারে দাঁড়িয়েছে (২৯ ডিসেম্বর পর্যন্ত)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ১৩৪ কোটি ডলার।
