ব্যাংক খাত সংস্কার: আরও পাঁচ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে


ঢাকা: ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

যে পাঁচটি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে সেগুলো হলো: এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকগুলোর এমডিদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে দায়িত্ব অবহেলার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার কারণে তাকে দায়ী করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর থেকেই ব্যাংক খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করে নতুন সরকার।