মোর্শেদ নয়ন: যানজট দূর করতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সড়কের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
সোমবার বিকেলে কর্ণফুলীর জুলধা ইউনিয়নের ফকিরনীর হাট আল মদিনা রাস্তার মাথা এলাকায় পিএবি সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কর্ণফুলী থানা পুলিশ সহযোগিতা দেয়।
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী বলেন, ‘সড়কের পাশে সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে যানজট সৃষ্টি করে আসছিল কিছু দখলদার। মূলত তাদের উচ্ছেদ করতে অভিযান চালানো হয়।’
‘অভিযানে দীর্ঘদিন যাবৎ দোকানঘর নির্মাণ ও গ্যারেজের মালামাল যত্রতত্র রেখে সড়কে যানজট সৃষ্টি করা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বিজেন ব্যানার্জী বলেন, ‘যারা অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে জনসাধারণের স্বাভাবিক জীবনে ব্যাঘাত সৃষ্টি করছে, তারা যেন আগামী এক সপ্তাহের মধ্যে স্ব-উদ্যোগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।’
অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
