চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে নিখোঁজের পরদিন বাসার কাছেই সাড়ে তিন বছর বয়সী এক শিশুর লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার চার নম্বর রোড থেকে লাশটি উদ্ধার করা হয়।
সোহাগী আক্তার সুমাইয়া নামের ওই শিশু কুঞ্জছায়া আবাসিক এলাকার ইউসুফ কলোনির বাসিন্দা মো. ইউসুফের মেয়ে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকাল থেকে সোহাগীকে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল। মঙ্গলবার সকালে বাসার কাছেই সোহাগীর লাশ পাওয়া যায়।
তিনি বলেন, সোহাগীর শরীরে ও বাম গালে নখের আঁচড় রয়েছে। চোখ, মুখ ও ঠোঁট কালচে হয়ে ফুলে গেছে। তাকে জ্বিনে মেরে ফেলেছে বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে বলছে। তবে সোহাগীকে খুন করা হয়েছে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
