
চট্টগ্রাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ সোমবার অসহায় শীতার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে ষোলশহর মেয়র গলিতে কম্বল বিতরণ করা হয়েছে। ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলবের সভাপতিত্বে, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদ হোসেন খান পারভেজের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোঃ জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, ৪২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাবেক সহ-সভাপতি মীর মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ওসমান, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মোঃ হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল আল রাফি, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ছোটন প্রমুখ।
প্রধান অতিথি জাহিদুল করিম কচি বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে দেশের শাসন ব্যবস্থাকে তলানিতে পরিণত করেছে। পুলিশ বাহিনী এখনও আওয়ামী ফ্যাসিস্টের আদলে কাজ করছে। ছাত্র-জনতার উপরে গুলি বর্ষণকারীদেরকে গ্রেফতার করছে না, অথচ তারা এই এলাকায় গতকালকে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আওয়ামী সরকার সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল, আমার দেশ পত্রিকার মতো জনপ্রিয় পত্রিকা বন্ধ করে সাংবাদিকদেরকে জিম্মি করে তাদের অনুকূলে নিউজ পরিবেশন করাতো।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মো. জমির উদ্দিন নাহিদ বলেন, বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা হয় রাজপথে ছিল, নয়তো জেলে ছিল, না হয় কোর্ট বিল্ডিংয়ের বারান্দায় ছিল; বাসায় তাদের থাকার সময়টুকু ছিল না। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। অতীতেও বিএনপি কর্মীরা আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে। যারা বিএনপির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, তাদেরকে দল প্রশ্রয় দেবে না; জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। অতীতে মেয়র গলি এলাকা থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
