চট্টগ্রাম: সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন কর্মচারীকে চাকরিতে নিয়মিত করার দাবিতে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদ এই স্মারকলিপি দেয়।
এসময় সংগঠনের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মো. সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র আচার্য্য, সহ সভাপতি অশোক কুমার চক্রবর্ত্তী, সদস্য মো. খলিলুর রহমান, সুকুমার মল্লিক, আবু তাহের, আব্দুল মান্নান, বেলায়েত হোসেন, বিশ্বজিৎ বড়–য়া, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান, আঞ্চলিক সভাপতি বদিউল আলম ও সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ এবং দোহাজারী সড়ক বিভাগের সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক আবদুর নুরসহ দুই শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ৩০-৩৫ বছর যাবৎ অবহেলিত ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত সংস্থাপন করা হয়নি অধিদপ্তরে। অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৭ হাজার ৮৩৬, এরমধ্যে প্রায় সাত হাজার পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। ৭ হাজার ৫৯জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত সংস্থাপনে আনয়নের জন্য বিধি শিথিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ২০১৪ সালে সড়ক ভবন ঢাকাস্থ সমাবেশে জনপ্রশাসন কর্তৃক বাছাইকৃত ২ হাজার ৬৬৭জনকে নিয়মিত করার ঘোষণা রয়েছে। এরপরও কর্মচারীরা নিয়মিত হতে না পেরে হাইকোর্ট ও সুপ্রিম কোটের শরণাপন্ন হলে কর্মচারীদের পক্ষে রায় আসে।
