
চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যাপক রদবদলের অংশ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান ও উপ-সচিব মো. বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ) মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক এ এম এম মুজিবুর রহমানকে ওএসডি করে তার স্থলে এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীকে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপ-সচিব মো. বেলাল হোসেনকে ওএসডি করে সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদ আলমকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন উপ-সচিব (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফাকে সরকারি সালেহ আহমদ কলেজে বদলি করা হয়। তার স্থলে নওঁগা সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিনকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এই ধারাবাহিক রদবদলের কারণ এখনো স্পষ্ট নয়।
