
চট্টগ্রাম : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শূন্য পদে নিয়োগ নিয়ে চলছে টানাপোড়েন। উপাচার্য, উপ–উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে ৯ জনের নাম প্রস্তাব করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া ঝুলে গেছে।
গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, উপ–উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। এরপর শূন্য পদে নিয়োগের জন্য চসিক একবার প্রস্তাব পাঠালেও মন্ত্রণালয় তা খারিজ করে দেয়। কারণ, প্রতি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করার কথা বলা হলেও চসিক প্রথমবার প্রতি পদের জন্য মাত্র একজনের নাম প্রস্তাব করে।
পরে ৯ জানুয়ারি মন্ত্রণালয় চসিককে চিঠি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী প্রতিটি পদের জন্য তিনজন করে প্রার্থীর নাম প্রস্তাব করতে বলে। এর প্রেক্ষিতে গত সোমবার চসিক নতুন করে ৯ জনের নাম প্রস্তাব করে।
চসিক সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর প্রথমবার যে চারজনের নাম প্রস্তাব করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য অধ্যাপক ড. বদিউল আলম, একই বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান ও ড. মোহাম্মদ ইসমাঈল হোসাইন এবং চসিকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।
তবে নতুন প্রস্তাবে কাদের নাম রয়েছে তা এখনো জানা যায়নি। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কৌশলগত কারণে আপাতত নামগুলো প্রকাশ করা হচ্ছে না।
এদিকে, শূন্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য রেজিস্ট্রার মো. ইফতেখার মনিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই নিয়োগ জটিলতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা শিগগিরই নতুন কর্তৃপক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন।
