১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে যশোরের রিপন গাজী অভিনীত “দেমাগ”

বেনাপোল প্রতিনিধি : আগামী বছরের ১৯ জানুয়ারী ২০১৮ সারাদেশে একযোগে মুক্তি পাচ্ছে যশোরেরর গর্ব নবাগত নায়ক রিপন গাজী অভিনীত ছবি ‘দেমাগ।’ দু পরিবারের ঐতিহ্য, আভিজাত্য, দ্বন্দ্ব নিয়ে ভিন্নধর্মী গল্পের ওপর ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মুকুল নেত্রবাদী।

ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছেন বলে জানালেন, পরিচালক মুকুল নেত্রবাদী ৷ রিপন গাজী এখন ব্যস্ত সময় পার করছেন “ভাইয়ের স্বপ্ন” সিনেমার শুটিং নিয়ে ৷এছাড়া পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের”এত প্রেম এত মায়া” ছবির শুটিং হবে পরবর্তী মাসে ৷

মুক্তিপ্রাপ্ত দেমাগ ছবি নিয়ে পরিচালক মুকুল নেত্রবাদী জানান, বাংলাদেশ সেন্সর কর্তৃপক্ষ দেমাগ ছবিটি দেখে অনেক প্রশংসা করেছেন ৷আগামী বছরের ১৯ জানুয়ারী সারাদেশে একযোগে ছবিটি শুভ মুক্তি পাবে দেমাগ।

যশোরের কৃতী নবাগত নায়ক রিপন গাজী নতুন অভিনেতা হিসাবে দেমাগ ছবিতে অসাধারণ অভিনয় করছেন৷ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির রূপালী জগতে নতুন সম্পদ রিপন গাজী এবং তার অভিনয় দিয়ে শীঘ্রই দর্শকের মনে স্থান করে নিতে পারবেন বলে এমনটাই জানালেন দেমাগ পরিচালক মুকুল নেত্রবাদী ৷পাশাপাশি রিপন গাজীর বিপরীতে নায়িকা হিসাবে সুন্দর ও সাবলীল অভিনয় করেছেন বর্তমান সময়ের হাটথ্রুব নবাগতা নায়িকা তানিন সুবহা।

ফারুকুল ইসলাম প্রযোজিত গ্রীন বাংলা ফ্লিমস পরিবেশিত এম আর মুকুল নেত্র বাদী এর দেমাগ সিনেমাটি বেশ আলোচনায় এসেছে। দেমাগ ছবির সংগীত পরিচালনায় মম ররহমান। দেমাগ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঐতিহ্যবাহী যশোরের ছেলে নায়ক রিপন গাজী ও বর্তমান সময়ের হার্টথ্রুব নায়িকা তানিন সুবাহ। এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন-সিরাজ হায়দার, রেহেনা জলি, মুকুল তালুকদার, শিউলি জামান হাসমত ও ইয়াছিন।

নবাগত নায়ক রিপন গাজী জানান, দীর্ঘ দিনের সাধনা, অধ্যাবসায় আর সুক্ষ অভিনয়ের ফসল দেমাগ।আশা করি যশোরসহ দেশবাসী দেমাগকে সাদরে গ্রহণ করবে। রূপালী জগতে যশোরের ছেলে হিসাবে নিজের অবস্হানকে শক্ত ও পাকাপোক্ত করতে চাই। দেমাগ ছবির মাধ্যমে দর্শকের অনুপ্রেরণা আর ভালোবাসা নিয়ে অনেক পথ পাড়ি দিতে চাই।