চট্টগ্রাম : ফাইট ফর উইমেন্স রাইটস-এর সভাপতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন কমিশনার, নারীনেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানুর সাথে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক পরামর্শক (কাউন্সেলর) বিল মোয়েলার এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার দুপুর দেড়টায় অ্যাডভোকেট রেহানা বেগম রানুর চট্টগ্রামের লাভলেইনের বাসভবনে তিনি এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, ফাইট ফর উইমেন রাইটস-এর সিনিয়র সদস্য সিদ্দিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
তারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, মানবাধিকারসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। অ্যাডভোকেট রানু এসময় নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধসহ তাঁর সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের অগ্রযাত্রা ও বর্তমান সরকারের নানা সাফল্য তুলে ধরেন।
মার্কিন দূতাবাসের কাউন্সেলর বিল মোয়েরার ২৫ বছর ধরে বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন, জেন্ডার বৈষ্যম দূরীকরণ, স্থানীয় সরকার ইস্যু ও রাজনীতিতে অ্যাডভোকেট রেহানা বেগম রানুর সাহসী ভূমিকা ও নানা পদক্ষেপের প্রশংসা করেন।
সৌজন্য সাক্ষাৎশেষে তারা মধ্যাহ্নভোজে মিলিত হন।
ছবি : দিদারুল ইসলাম
