চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য ১২০টি ফ্যান, ৭টি এলইডি টেলিভিশন ও ১৫টি হুইলবেরি দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার সকালে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাজা শেষে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। হয়তো পরিবেশ পরিস্থিতি এবং নানামুখি জটিলতা ও ষড়যন্ত্রের কারণে জেলখানায় আসতে হয়। জেলখানা অপরাধীদের পরিশুদ্ধ হওয়ার ঠিকানা।
তিনি বলেন, বন্দীরা যাতে গরমে কষ্ট না পান সেজন্য প্রয়োজনে আরো কিছু ফ্যান এবং বিনোদনের জন্য কয়েকটি এলইডি টিভি দেয়ার পরিকল্পনা আছে। কয়েদিদের সুস্থ-স্বাভাবিক বন্দী জীবন যাপন নিশ্চিতে সরকারের পাশাাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
চট্টগ্রামের সিনিয়র জেল সুপার ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলার মো. মুজিবুর রহমান, কারা পরিদর্শক সিরাজ উদ দ্দৌলা চৌধুরী, আলী আব্বাস, হাসান মুরাদ বিপ্লব, মো. কামরুল হাবিব, জেসমিন পারভিন জেসি, সাজাপ্রাপ্ত কয়েদি ও কারারক্ষীরা উপস্থিত ছিলেন।
