
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বন্যার বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হালিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোঃ তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহাদাত হোসেন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, মাছিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফ সারোয়ার ভূঁইয়া জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু।
সমাবেশে বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান।
