৬১ মামলার আসামি জামায়াত ক্যাডার গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ৬১ মামলার আসামি এক জামায়াত ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে তাকে ছদাহা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. রফিক (৩০) রফিক সাতকানিয়ার ছদাহা এলাকার বাসিন্দা। তিন ২০১৩-১৪ সালে জামায়াত-শিবিরের তান্ডবের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাশকতার মূল হোতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, পুলিশের উপর হামলা ও কর্তব্যকাজে বাধাদান, যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরকদ্রব্য, অস্ত্র আইন, এলাকার ত্রাস সৃষ্টির অভিযোগে রফিকের বিরুদ্ধে ৬১টি মামলা রয়েছে। আদালতের পরোয়ানার ভিত্তিতে রফিককে গ্রেফতার করা হয়েছে।