চট্টগ্রাম: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার রেল গেইট সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকালে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ইসরাত রেজা।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে রেলওয়ের জমি দখল করে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠে। ওই সকল অবৈধ স্থাপনার কোন প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাই অন্তত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় রেলওয়ের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী প্রকৌশলি মো. সাইফুল্লাহ, সীতাকুন্ড রেলওয়ে থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
