হাটহাজারীতে মীর হেলালের নির্দেশে কর্মী সভা ও লিফলেট বিতরণ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাটহাজারীতে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার গড়দুয়ারা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গড়দুয়ারা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় এই কর্মী সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ ফখরুল হাসান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফোরকান হায়দার বাচ্চু, কাজী মুহাম্মদ এরশাদ উদ্দিন।

গড়দুয়ারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রোকন হুজুর, ইউনিয়ন যুবদলের সদস্য আরাফাত, মহিনউদ্দিন, শাহজান, জাবেদ, মিন্টু, সোহেল, হেলাল প্রমুখ।

এদিকে রবিবার সকাল ১১ টার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্টেশন ও আশপাশের এলাকায় “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় লিফলেট বিতরণ পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াকিল আহমদ।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জিয়াউদ্দিন কাদের। বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. খোরশেদুল আলম।

এ সময় বক্তব্য রাখেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, যুগ্ম-আহ্বায়ক এয়ার মোহাম্মদ আবু, রাসেল করিম, আলাউদ্দিন তানভীর, মোহাম্মদ ইসমাঈল, এনামুল হক, এজলাস, আবদুল হামিদ।

উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চান্দগাঁও থানার আহ্বায়ক মিজানুর রহমান ফাহিম, রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আবদুল আলিম, সহ-সভাপতি নাজিমুল করিম পেয়ারু, রাউজান উপজেলা সভাপতি মাহাবুব আলম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলার সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন, রাঙ্গুনিয়া সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, রাউজান উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়ার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর সহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।