কর্ণফুলী থানায় যোগ দিলেন ওসি সৈয়দুল মোস্তাফা

মোর্শেদ নয়ন : চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে কাজে যোগ দিয়েছেন সৈয়দুল মোস্তাফা; বৃহস্পতিবার রাত ১০টায় আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেন তিনি। এর আগে কর্ণফুলী থানার আগের ওসি মো. রফিকুল ইসলাম তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান ইমাম, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল প্রমুখ।

এর আগে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এক আদেশে কর্ণফুলী থানার ওসি মো. রফিকুল ইসলামকে বদলি করে পাহাড়তলী থানায় ওসি পদে দায়িত্ব দেন। এ ছাড়া কর্ণফুলী থানার ওসি হিসেবে পাঠান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দুল মোস্তফাকে।

পুলিশ প্রশাসনের রুটিন কাজ হিসেবে এই রদবদল ঘটানো হয় বলে নিশ্চিত করে পুলিশ সূত্র।

কর্ণফুলী থানার নতুন ওসি সৈয়দুল মোস্তফা এর আগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে কাজ করেন। এ ছাড়া সোনাগাজী মডেল থানার ওসি, নোয়াখালী আদালত পুলিশের পরিদর্শক, ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত), ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) সহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি।

দায়িত্বগ্রহণের পর একুশে পত্রিকাকে ওসি সৈয়দুল মোস্তাফা বলেন, ‘কর্ণফুলী উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে ও মাদক নির্মূলে সকলের সহযোগিতা চাই।’