চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় আগুনে পুড়েছে গুদাম ও লাকড়ি কারখানা। বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর বিকাশ বড়–য়া, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাকড়ি কারখানার ভেতর আগুনের সূত্রপাত হয়। এরপর পাশ্ববর্তী সেমিপাকা গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের দুইটি গাড়ি দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
