চেয়ারে করে ইয়াবা পাচার, উদ্ধার ২৫ হাজার ইয়াবা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের মইজ্জারটেক এলাকা থেকে চেয়ারে করে বিশেষ কায়দায় পাচারের সময় ২৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজার থেকে আসা একটি বাসের দুই যাত্রীকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- ময়না বিবি (৩৫) ও বুলবুল আহম্মদ (২০)। দুজনেরই বাড়ি রাজশাহীতে।

মিমতানুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালানো হয় মইজ্জারটেক মোড়ে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি নতুন কাঠের চেয়ারে বিশেষ কায়দায় রাখা ১৩ হাজার এবং দুইজনের শরীর তল্লাশি করে ১২ হাজার ইয়াবা পাওয়া যায়।’

‘দুইজনই কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে রাজশাহীতে বিক্রি করে আসছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে।’