পটিয়া উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলা জামায়াতের আমির মুকিবুল ইসলাম চৌধুরী ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের দিকে তাকে উপজেলার পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাইপপাড়া এলাকায় অভিযান চালিয়ে পটিয়া উপজেলা জামায়াতের আমির মুকিবুল ইসলাম চৌধুরী ফারুককে গ্রেফতার করেছি আমরা। ওই জামায়াত নেতার বিরুদ্ধে পটিয়া থানায় নাশকতাসহ কয়েকটি মামলা রয়েছে।