অবশেষে চরপাথরঘাটা ইউপি নির্বাচনের গেজেট প্রকাশ

চট্টগ্রাম: এক বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীদের নাম প্রকাশ করে গেজেট প্রকাশ করা হয়েছে; গত মঙ্গলবার এই গেজেট প্রকাশিত হয়।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ছাবের আহমদ এবং সাধারণ সদস্য ৩ং ওয়ার্ড মো. ফরিদ জুয়েল ও ৮নং ওয়ার্ড আবু তাহের, সংরক্ষিত মহিলা সদস্য বানাজা বেগম ও আছিয়া বেগমের নামে গেজেট প্রকাশিত হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৮ মে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড ও ইছানগর ৮ নং ওয়ার্ড ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরর্বতীতে ৩১ অক্টোবর স্থগিত কেন্দ্রে আবারো ভোটগ্রহণ অনুষ্টিত হয়।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ছাবের আহমদ এবং সাধারণ সদস্য ৩ং ওয়ার্ড মো. ফরিদ জুয়েল ও ৮নং ওয়ার্ড আবু তাহের, সংরক্ষিত মহিলা সদস্য বানাজা বেগম ও আছিয়া বেগম নির্বাচিত হন। কিন্ত পরাজিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনত্তোর মামলার প্রেক্ষিতে গেজেট প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। ফলে স্থবির হয়ে পড়েছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ব্যাহত হচ্ছিল উন্নয়ন। সম্প্রতি ওই মামলাটি নিষ্পত্তি হওয়ার ফলে গেজেট প্রকাশিত হয়।

নির্বাচিত চরপাথরঘাটা ইউপি সদস্য ৩ং ওয়ার্ড মো. ফরিদ জুয়েল বলেন, নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীর মামলার কারণে এতোদিন আমাদের নামে গেজেট প্রকাশিত হয়নি। ফলে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ হয়।

চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ছাবের আহমদ একুশে পত্রিকা বলেন, আমার বিরুদ্ধে পরাজিত প্রার্থীর আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলা খালাস করে দিয়েছে আদালত। গেজেট প্রকাশিত হয়েছে। এখন সবাইকে নিয়ে চরপাথরঘাটা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে আর কোন বাধা নেই।