
চট্টগ্রামে আয়োজিত এক নারী সমাবেশে এবি পার্টিতে (আমার বাংলাদেশ পার্টি) যোগ দিয়েছেন নারী নেত্রী নূর নাহার। মঙ্গলবার ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড এবি পার্টি কর্তৃক আয়োজিত এই সমাবেশটি জান আলী বলি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, “এবি পার্টি দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই পার্টি একাত্তরের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে।”
ছিদ্দিকুর রহমান আরও বলেন, “বর্তমানে দেশে যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, এবি পার্টি তা পূরণ করবে। এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতি ইতিমধ্যে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।” তিনি আরও উল্লেখ করেন, ৫৪ বছর ধরে বিদ্যমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণকে প্রতারিত করে আসছে।
সমাবেশে ছিদ্দিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য যে তরুণ ছাত্র জনতা আন্দোলন করেছে, এবি পার্টি তাদেরই প্রতিনিধিত্ব করে। তিনি আরও বলেন, শুধুমাত্র আওয়ামী লীগকে বিতাড়িত করলেই হবে না, অন্য কোনো দল যাতে ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে মাফিয়া রাজনীতি চালু করতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় প্রজন্মের রাজনীতিতে মাফিয়াগিরি ও লুটপাটের কোনো স্থান নেই।
বাকলিয়া থানার সহ-সমন্বয়ক মোহাম্মদ আজগরের সভাপতিত্বে এবং এস এম আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন বাকলিয়া থানা সহ-সমন্বয়ক মোহাম্মদ আজগর, এবি পার্টির নেতা নূরুল আনোয়ার, এস এম আবুল কাশেম এবং নবাগত নারী নেত্রী নূর নাহার।
