রংপুরের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করল হিন্দু মহাজোট

চট্টগ্রাম: ফেইসবুকে মিথ্যা গুজব রটিয়ে রংপুরে হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুঠপাটে জড়িতদের ফাঁসির দাবি, নিরপরাধ টিটু রায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, চট্টগ্রাম শাখা।

শুক্রবার বিকাল ৩টায় সারাদেশ ব্যাপী একযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামে এ প্রতিবাদ করা হয়। চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। এতে সড়কের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক শ্রী ঋতেন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ শ্রী সুজিত ঘোষ, সহ-সভাপতি শ্রী মিলন শর্মা, ডাঃ শ্রী নারায়ণ দাশ, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রী রিপম দাশ, মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী সুদীপ্ত বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক শ্রী শ্যামল দাশ রানা, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক রিপন দাশ, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল নাথ, রূপেশ শীল, সুমন পাল, বিপ্লব দে, অসীম বণিক, তনয় চৌধুরী প্রমুখ।

উক্ত সমাবেশে বিভিন্ন সনাতনী সংগঠন জাগো হিন্দু পরিষদ, সনাতন, সনাতন মৈত্রী সংঘ অংশগ্রহণ করে। এতে মহানগর পূজা পরিষদের দপ্তর সম্পাদক গোপাল দাশ টিপু, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা উজ্জল দেওয়ানজী, সভাপতি উজ্জল মল্লিক, সহ সভাপতি আশীষ দাশ, সনাতন সংঘের অশোক চক্রবর্তী লিংকন, ডা. প্রদীপ তালুকদার, অজয় চক্রবর্তী প্রবীর, প্রবাল ঘোষ দেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা টিটু রায়ের গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুরে নিন্দা জানিয়ে বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তার ১৩ বছরের মেয়ে সুচিত্রা রানীকে একবছর আগে অপহরণ করে নিয়ে গেলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি প্রশাসন। অথচ নিরক্ষর টিটু রায়কে ফাঁসাতে ফেইসবুকে ইসলাম ধর্ম অবমাননামূলক স্ট্যাটাস এর মূল হোতা মাওলানা আসাদুল্লাহ হামিদী আইনের চোখে প্রমাণিত হলেও তার উপর কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় নি।

বক্তারা আরো বলেন স্বাধীনতার পর থেকে এদেশে বিভিন্ন অজুহাতে হিন্দু নির্যাতন চলে আসছে। প্রতিনিয়ত এদেশ থেকে যেভাবে হিন্দু বিতাড়িত হচ্ছে তা দেখে বোঝা যায় যে অচিরেই বাংলাদেশ আবার পাকিস্তানে পরিণত হচ্ছে। এদেশের হিন্দু নির্যাতন নিয়ে ব্রিটিশ আমেরিকার পার্লামেন্টে আলোচনা হলেও কোন সরকার বা বিরোধী দল আজ পর্যন্ত সংসদে কথা বলার প্রয়োজন মনে করেনি। একটি রাজনৈতিক দল নিজেদের হিন্দু বান্ধব বলে প্রচার করে এক দিকে ভোটের রাজনীতি করার ষড়যন্ত্রে লিপ্ত আর অন্যদিকে সেই দলের নেতাকর্মীরা ঘরের শত্রু সেজে ধর্ষন, লুটতরাজ, ভূমি দখল করার ষড়যন্ত্রে লিপ্ত। আজ পর্যন্ত কোন সরকারই অপরাধীদের কোন বিচার না করায় অপরাধীরা সহিংস কর্মকান্ডে আরো উৎসাহিত হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সারাদেশে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী ঘোষণা করা হয়।