চট্টগ্রাম: নগরীতে মাছ ও মুরগির খাবার তৈরিতে বিষাক্ত শুঁটকি ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে একমাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী নদী তীর এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।
তিনি বলেন, মাছ ও মুরগির খাবার তৈরিতে বিষাক্ত শুঁটকি মাছ নতুন ব্রিজ এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল। অভিযানে ৭০ টন বিষাক্ত শুঁটকিও জব্দ করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আটক আবদুল আলিম ওরফে আলম মাঝিকে (৩৫) একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
অভিযানে র্যাব-৭ চট্টগ্রামের সদস্যরা সহযোগিতা করেন।
