সিইউজে সভাপতিকে হত্যা চেষ্টার মামলায় দুইজন রিমান্ডে

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীকে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ এ আদেশ দেন।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানী শেষে আদালত কায়সারকে দুই দিনের এবং শাখাওয়াতকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। সোমবার সকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলা চালায় যুবলীগ নামধারী দুই সন্ত্রাসী কায়সার হামিদ ও শাখাওয়াত হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় রিয়াজ হায়দার চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।