
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজমান এবং সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষমাণ। তিনি দেশের নির্বাচনবিরোধী ষড়যন্ত্রকারীদের গণতন্ত্রবিরোধী বলে অভিহিত করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হলে বা শীঘ্রই জাতীয় নির্বাচন না হলে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা বিলম্বিত হতে পারে। তিনি বলেন, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৬ বছর ধরে লড়াই করছে। এদেশের মানুষ অনির্বাচিত সরকারকে ক্ষমতায় থাকার সুযোগ দেবে না।
বিএনপিকে মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্ত করে লাভ নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সংগ্রামের ইতিহাস রয়েছে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা পিছপা হবে না।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ন্যূনতম সংস্কার করে অবিলম্বে নির্বাচন দিন। পরবর্তী প্রয়োজনীয় সংস্কার জনগণের ভোটে নির্বাচিত সরকার করবে। আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, দুর্নীতি প্রতিরোধ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দিকে মনোযোগ দিন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মীর হেলাল বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। দেশের মানুষের প্রয়োজনীয় সংস্কার এই ৩১ দফার মধ্যেই রয়েছে। তিনি আসন্ন রমজান মাসে নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।
জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ অনেকে। এছাড়াও জেলা শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
