হেলসিংকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন


ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় ভালকিয়া তালোতে (Valkia Talo) স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফিনল্যান্ডে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।

এ সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। প্রায় অর্ধশতাধিক শিশুর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের কোয়ালিশন কোকোমুস (Kokoomus) পার্টির এমপি আত্তে কালেভা (Atte Kaleva)। তিনি বিজয়ী শিশুদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

পুরস্কার বিতরণী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আত্তে কালেভা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ফিনল্যান্ডে বসবাসরত বিদেশি কমিউনিটিগুলোর ভাষা ও সংস্কৃতি রক্ষায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন। ভিসাপ্রক্রিয়া সহজ করার বিষয়েও সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানান তিনি। হেলসিংকিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সিটি করপোরেশনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি এর অর্থায়নের দায়িত্ব প্রবাসী বাংলাদেশিদের নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান ভূঁইয়া এন জামান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত সুধীজন শহীদ মিনার নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। হেলসিংকি সিটি কাউন্সিলের প্রার্থী তাসলিমা আকতার জামান বাংলাদেশি কমিউনিটির স্বার্থে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি ব্যান্ড ‘অচেনা’, ফিনল্যান্ডের জনপ্রিয় ব্যান্ড মিকা হাস্‌সি আয়োলাহ্‌তো (Mika Hassi Aiolähtö), নেপালের সারধ সাক্ষ (Saradha Sakshya) এবং ঘানার ওসমান (Osman) এতে সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীরা নিজেদের ভাষায় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে দেশীয় খাবার ও পোশাকের স্টলগুলোও ছিল আকর্ষণীয়। আয়োজনের শেষে অনুরূপ কান্তি দাশ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়ান সাইফুল। কারিগরি সহযোগিতায় ছিলেন আরিফ এবং সহযোগিতায় ছিলেন আলী বাবু, আজিজুল হক, ইমন আহমেদ, তাপস খান, কাজিম উদ্দিন, রাকিবুল, নোমান আব্দুল্লাহ প্রমুখ।