মালেকীয়া এলাহীয়া দরবার শরীফের বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ সম্পন্ন


চট্টগ্রামের পটিয়ার পশ্চিম আজিমপুর দরবারে মালেকীয়া এলাহীয়া দরবার শরীফের ৫ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আজিমপুর সফর আলী মুন্সি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মঈন উদ্দিন হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে মালেকীয়া এলাহীয়া দরবার শরীফের সভাপতি মোহাম্মদ আবুল বশর।

দরবারে মালেকীয়া এলাহীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল জব্বার বিন জামী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহজাদা মো. ফানাফিল্লাহ বিন জব্বার।