চট্টগ্রামে স্ত্রী খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম: ৭ বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রীকে খুনের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন চৌধুরী এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. মোস্তফা প্রকাশ শুক্কুরের বাড়ি হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী নতুনপাড়া এলাকায়। তিনি কারাগারে বন্দি আছেন।

চট্টগ্রাম জেলা পিপি আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘২০১০ সালের ৬ এপ্রিল রাতে স্ত্রী রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে মোস্তফা। এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মোস্তফা স্ত্রীর মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখে।’

‘৭ এপ্রিল রোজিনার বাবা বাদি হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।’

১৭ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত মোস্তফাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বলে জানান চট্টগ্রাম জেলা পিপি আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী।