হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম: হাটহাজারীতে একটি খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে চিকনদন্ডী ইউনিয়নের অইন্ন্যা পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রহমত উল্লাহ (৩৫) ওই এলাকার মৃত এয়ার মোহাম্মদের ছেলে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, গত বৃহস্পতিবার রহমত উল্লাহ পরিবারের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার রাতে স্থানীয়রা খালে লাশ দেখতে পায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।