
বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আফ্রিকান কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (এসিসিবি)-এর প্রথম সভা বৃহস্পতিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় উগান্ডার অনারারি কনসাল এবং এসিসিবি-এর আহ্বায়ক আবুল হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
সভাটির মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য, সংস্কৃতি, কৃষি, জনকূটনীতি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করা।
সভায় উপস্থিত কনস্যুলার প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার অংশ হিসেবে “আফ্রিকা-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫” আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যা বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।
এছাড়া, অংশগ্রহণকারীরা বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইং-এর মহাপরিচালক জনাব বি এম জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে সম্পর্ক উন্নয়নে অনারারি কনসালদের ভূমিকার ওপর জোর দেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইং অনারারি কনসালদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক কাজে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।
সভায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন আফ্রিকান দেশের অনারারি কনসালরা অংশ নেন। তাঁদের মধ্যে রুয়ান্ডার অনারারি কনসাল মোহাম্মদ ইকবাল হোসেন, দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম শেঠ, মালাউইয়ের অনারারি কনসাল মোহাম্মদ রিয়াদ আলী, নামিবিয়ার অনারারি কনসাল আখতার হোসেন, দক্ষিণ সুদানের অনারারি কনসাল নুরুল ইসলাম এবং জাম্বিয়ার অনারারি কনসাল ড. মোহাম্মদ জায়েদ আলম উল্লেখযোগ্য।
প্রথম এসিসিবি সভাটি বাংলাদেশ ও আফ্রিকার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক আদান-প্রদানকে আরও গতিশীল করবে বলে আশা করা যাচ্ছে।
