মিতু হত্যা মামলা তদন্তে ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে -পুলিশ

CMPচট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের মামলা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য।

শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম মহানগর পুলিশের সদর দফতরে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

দেবদাস ভট্টাচার্য্য বলেন, হত্যা মামলাটির বাদি বাবুল আক্তার, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছিল কিনা আমি জানি না। তবে মামলা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঘটনার রহস্য দুয়েক দিনের মধ্যে আমরা আপনাদের (সাংবাদিকদের) জানাতে পারবো।

এই মামলায় নতুন করে দুইজনকে আটক করা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘সেটা বলা যাবে না। আমরা এগুচ্ছি। খুব তাড়াতাড়ি জানাতে পারবো।’

মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন, মামলা তদন্তে অগ্রগতি আছে। রহস্য উদঘাটনের কাজ শেষ পর্যায়ে।

প্রসঙ্গত গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার পরদিন বাবুল আক্তার বাদি হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে আবু নছর গুন্নু ও রবিন নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।