
বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের ‘বৈষম্যমূলকভাবে’ সাময়িক বরখাস্তের প্রতিবাদে আজ রবিবার সারা দেশে কর্মবিরতি পালন করছে ২৫টি ক্যাডারের সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সরকারি বিভিন্ন দপ্তরের সামনে কর্মকর্তারা কালোব্যাজ পরে অবস্থান নেন। বেলা ১১ টার দিকে শিক্ষা অধিদপ্তরের প্রাঙ্গণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অবস্থান নেন।
এতে শিক্ষা ক্যাডারের শীর্ষ পদের কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান অংশ নেন।
আজাদ খান এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ২৫ ক্যাডারের কিছু বিষয় নিয়ে সম্মিলিতভাবে এখানে দাঁড়িয়েছেন। পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে। শিক্ষা ক্যাডার অন্যান্য ক্যাডারের সঙ্গে এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করছেন।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজম খান বলেন, “আমাদের বেশ কিছু বৈষম্যের শিকার আমরা। আন্তঃক্যাডার বৈষম্য যেটা অন্যতম বিষয়। ক্যাডার সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার। এগুলোর সুষ্ঠু, সুন্দর সমাধান যাতে আসে সেজন্য আজকে কর্মবিরতিতে আসছি”।
২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকে লেখালেখির মত কারণে তাদের ২৫টি ক্যাডারের ১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারে হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
