চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘাতে আহত ১০

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর ও আর নিজাম রোডে গোলপাহাড় মোড় ও মেট্রোপলিটন হাসপাতালের মাঝামাঝি এলাকায় এই সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। তারা চট্টগ্রামে মেডিকেলেই ভর্তি হয়েছেন। আহত অন্য দুজন মহানগর ছাত্রলীগের উপসম্পাদক মিনহাজুল আবেদীন সানি, ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ও আর নিজাম রোডে মেট্রোপলিটন হাসপাতালে আশফাক নামে এক চিকিৎসকের সঙ্গে মেডিকেলের তিন ছাত্রের কথা কাটাকাটি হয়। এর জের ধরে চট্টগ্রাম মেডিকেলের ছাত্রলীগকর্মীরা দুটি অ্যাম্বুলেন্সে করে মেট্রোপলিটন হাসপাতালে যায়। তখন এই এলাকায় থাকা এমইএস কলেজের ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, বিভিন্ন হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, আশফাক নামে মেট্রোপলিটন হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে মেডিকেলের তিন ছাত্রের ঝামেলা হয়েছিল। তা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে ১০ জন আহত হন।