চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যাললগামী ডেমু ট্রেনের ধাক্কায় রাশেদ খান নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর হামজারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান (৩৫) মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত রাশেদ খানকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
