চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

চট্টগ্রাম: নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন (৩০) চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা হোরা পাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ওয়াসার পাইপ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোবারক হোসেন। গুরুতর আহত মোবারককে ভোররাত তিনটা ২৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।