
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অননুমোদিতভাবে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ফেরত পাঠানো হবে। বাংলাদেশ সরকার অননুমোদিত নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে, বাংলাদেশ অনুরোধ করেছে, তাদের যেন হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয়।
গতকাল (সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঢাকায় মার্কিন দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অননুমোদিতভাবে বসবাসরত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়টি জানায়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার অননুমোদিত নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মতি প্রকাশ করে, তবে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানায়, বাংলাদেশী নাগরিকদের যেন হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয়।
যুক্তরাষ্ট্রে ঠিক কতজন অননুমোদিত বাংলাদেশী রয়েছেন, সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
